Currently Empty: 0.00৳
কাস্টোমাইজার সাইটের লোডিং টাইম অনেকাংশেই কমিয়ে দেয় এবং ফ্রন্ট এন্ডে ভিউ দেখা যায় যার যার কারণে এখন ইউজার এর কাছে কাস্টোমাইজার থিম অপশন এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে । Kirki একটি পাওয়ারফুল ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক । ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রিমিয়াম থিম অপশন ক্রিয়েট করা এবং আমরা চাইলে থিম ডেভেলপ করে ফেলতে পারি এই ফ্রেমওয়ার্ক দিয়ে । নতুন ভার্সনে এটা আরো ভালো ফিচার রিচ একটি প্লাগিন ।
Kirki Customizer ফ্রেমওয়ার্ক এই কোর্সে আমরা বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত কাস্টমাইজার সম্পর্কে জানব। কাস্টমাইজার হল ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম অপশন। এর সাহায্যে আমরা ব্যবহারকারীকে অনেক এডিট করার অপশন দিতে পারি। এটি আপনাকে আপনার ইচ্ছামতো সাইট পরিবর্তন করতে দেয়। ধীরে ধীরে এই কোর্সে অনেক কিছু যুক্ত হবে।
কাস্টমাইজার হল যেখানে আপনি আপনার সাইটের থিমকে পরবর্তী স্তরে নিয়ে যাবেন। এই বিভাগ থেকে, আপনি আপনার সাইটের শিরোনাম এবং ট্যাগলাইন পরিবর্তন করতে পারেন, একটি সাইডবার বা ফুটারে উইজেট যুক্ত করতে পারেন, মেনু তৈরি করতে পারেন, আপনার হোমপেজের সেটিংস পরিবর্তন করতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন। কাস্টমাইজারে পাওয়া কিছু অপশন বিভিন্ন থিমের উপর ভিত্তি করে ভিন্ন হবে।
এটি বলার আগে আপনাকে প্রাথমিক এইচটিএমএল জানতে হবে। সিএসএস, পিএইচপি, এবং মৌলিক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে আপনি সহজেই এই কোর্সটি বুঝতে পারবেন।
আশা করছি এই কোর্স শেষে আমরা কিরকি ব্যবহার করে সব কন্ট্রোল গুলো জেনে যাবো ।
Course Content
Getting Started
Kirki Controls
Advanced Control
A course by
Esrat Popi
WordPress Developer
Student Ratings & Reviews
No Review Yet