Loading
এলিমেন্টর হচ্ছে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় পেজ বিল্ডার। এখন অধিকাংশ থিম এলিমেন্টর প্লাগিন দিয়ে তৈরী করা হয়ে থাকে। তাই আপনারা যারা ডেভেলপমেন্ট পছন্দ করেন তাদের জন্য আমার এই কোর্স। এই কোর্সে একদম শূন্য থেকে উইজেট ডেভেলপমেন্ট দেখানো হয়েছে যাতে করা যেকোন থিম ডেভেলপ করার ক্ষেত্রে আপনার বুঝতে সহজ হবে । ছোট ছোট বিষয় এবং এডভান্স ফাংশনালিটি গুলো দেখানো হয়েছে এবং হবে |
============================
১/ আপনি এলিমেন্টর দিয়ে কাস্টোমাইজেশনের কাজ জানেন চাচ্ছেন ডেভেলপমেন্ট এর বিষয়গুলো জেনে নিয়ে কাজের স্কিল বাড়াতে তবে আপনার জন্য ।
২/ আপনি কাজ শিখেছেন ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের বিষয়গুলোতে দক্ষ হতে চান , ভালো করে শিখতে চান তবে আপনার জন্য ।
৩/ আপনি চাচ্ছেন codecanyon বা wordpress.org নিজের প্লাগিন সাবমিট করে কিছু একটা করার ।
৪/ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখছেন , আরো এডভান্স এর জন্য এলিমেন্টর এর সাপোর্ট এই বিষয়গুলো জানা প্রয়োজন তবে আপনার জন্য ।
=======================
১/ বেসিক টু এডভান্স সব কন্ট্রোল নিয়ে আলোচনা করা হয়েছে ।
২/ প্রোজেক্ট ধরে কাস্টম উইজেট ডেভেলপ করে দেখানো হয়েছে ।
৩/ যেকোন থিমের জন্যই প্লাগিন রেডি করে ফেলতে পারবেন , সাপোর্ট দিতে পারবেন ।
৪/ প্রফেশনাল উপায়ে কাজের কোয়ালিটি বাড়ানোর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো জেনে যাবেন ।
আমরা দেখিয়েছি কিভাবে বিভিন্ন উপায়ে এবং নতুন ডকুমেন্টশন অনুযায়ী আপনি নিজেকে আপগ্রেড করতে পারেন ।
A Professional WordPress and Front End Developer. Working over 4+ years in different marketplace and with local client also. Having level 5 at themeforest . Have a YouTube channel to provide free tuts on different tips and guide to follow.
Want to receive push notifications for all major on-site activities?